রংপুরের পীরগাছায় ভূয়া ভোটার তালিকা তৈরি করে গোপনে মাদ্রাসার পকেট কমিটি গঠনের অভিযোগ উঠছে চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল(ডিগ্রী)মাদ্রসার অধ্যক্ষ মোখলেছুর রহমানের বিরুদ্ধে। – অনলাইন তোকদার নিউজ পোর্টাল
  1. limontokder@gmail.com : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ভর্তি চলছে শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং এ ভর্তি চলছে অতি শীঘ্রই আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন রাজনৈতিক দল নিয়ে অনলাইনে হাজার কোটি টাকার প্রতারণার প্রতিষ্ঠান,তাই অন্তবর্তী সরকার উপদেষ্টা গংদের কাছে আকুল মিনতি বিষয়টি পূর্ণ তদন্ত করে দেখার জন্য উপদেষ্টা মোঃনাহিদ ইসলাম বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন অনার্স চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ আবু সাঈদ বঙ্গবন্ধুকে জাতির পিতা/জনক মনে করেনা এ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই শহিদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক নারীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফুঁসে উঠছে রংপুরের ভুক্তভোগী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা-জনতা

রংপুরের পীরগাছায় ভূয়া ভোটার তালিকা তৈরি করে গোপনে মাদ্রাসার পকেট কমিটি গঠনের অভিযোগ উঠছে চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল(ডিগ্রী)মাদ্রসার অধ্যক্ষ মোখলেছুর রহমানের বিরুদ্ধে।

  • Update Time রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৬১২ Time View
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,পীরগাছায় ভূয়াভোটার তালিকায়।
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,পীরগাছায় ভূয়াভোটার তালিকায়।
PDF DOWNLODEPRINT

News

নিউজএডিটর:লিমন তোকদার।

রংপুরের পীরগাছায় ভূয়া ভোটার তালিকা তৈরি করে গোপনে মাদ্রাসার পকেট কমিটি গঠনের অভিযোগ উঠছে চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল(ডিগ্রী)মাদ্রসার অধ্যক্ষ মোখলেছুর রহমানের বিরুদ্ধে। কোন প্রচার-প্রচারনা না করেই দীর্ঘদিন থেকে একের পর এক পকেট কমিটি গঠনের ফলে ভেঙ্গে পড়েছে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম।এমনকি কমে এসেছে শিক্ষার্থীর সংখ্যা।মাদ্রাসায় কাগজে কলমে ৪ শতাধিক শিক্ষার্থী থাকলেও উপস্থিতির হার একেবাই নঘণ্য।শিক্ষক-কর্মচারীদের মাঝেও দেখা দিয়েছে ক্ষোভ।অধ্যক্ষ মাদ্রাসার জমি বন্ধক ও মাদ্রাসার উন্নয়মূলক কাজের অর্থ লুটেপুটে খাচ্ছেন বলে অভিযোগ করছেন সাবেক সভাপতি ও উপজেলা প্যানেল চেয়ারম্যান আরিফুল হক লিটন।এসব অনিয়মের বিরুদ্ধে জেলা রংপুরের পীরগাছা সিনিয়র সহকারি জজ আদালতে একটি অভিযোগ দায়ের করা হলে মাদ্রাসার গর্ভানিং বডি গঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
অভিযোগ সুত্রে জানা গেছে,চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল(ডিগ্রী)মাদ্রসার অধ্যক্ষ দীর্ঘদিন থেকে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম-দুনীতি করে আসছেন।এর আগে তিনি বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র স্বাক্ষর জাল করে নিয়োগসহ নানা কার্যক্রম চালাতে থাকেন।পরে স্বাক্ষর জালের বিষয়টি মন্ত্রীর নজরে আসলে তিনি দুণীতি দমন কমিশনে অভিযোগ করেন।বিষয়টি তদন্ত ও ফরেনসিক রিপোর্টেও প্রমানিত হয়।জাল স্বাক্ষরের মামলাসহ পীরগাছায় পুলিশ হত্যা মামলায় অধ্যক্ষ মোখলেছুর রহমান দীর্ঘদিন কারাবাস করলেও দুনীতি থেমে থাকেনি।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,পীরগাছায় ভূয়াভোটার তালিকায়।

তিনি মাদ্রাসার পরিবেশ নষ্ট করে একের পর এক পকেট কমিটি গঠন করে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন।সম্প্রতি মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)কে ভুল বুঝিয়ে গোপনে ম্যানেজিং কমিটির গঠনের প্রক্রিয়া শুরু করেন।কোন প্রচার-প্রচারণা ছাড়াই ভূয়া ভোটার তালিকা তৈরি করেন অধ্যক্ষ।এছাড়াও কাম্য যোগ্য বিহীন শিক্ষকের নাম ভোটার তালিকায় চুড়ান্ত প্রস্তাব করেন।অভিভাবক ভোটার তালিকায় কনা আক্তার,পিতা-আব্দুল করিম,পশ্চিম দাদন সরকারি প্রাথমিক বিদ্যালয়,রোল নং-১৪ ও রানা মিয়া,পিতা-কালু মিয়া,দারুল উলুম মডেল মাদ্রাসা,রোল নং-১৩নিয়মিত শিক্ষার্থী হলেও এই দুই শিক্ষার্থীর অভিভাবককে চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল(ডিগ্রী)মাদ্রসার ভোটার দেখানো হয়।এদিকে কাম্য যোগ্যতা না থাকলেও শিক্ষক প্রতিনিধি হিসেবে ইংরেজি শিক্ষক বিনয় চন্দ্র মোহন্ত ও আমিনুল ইসলামের নাম চুড়ান্ত তালিকা করা হয়।এ ক্ষেত্রে কোন শিক্ষকের মতামত গ্রহন করা হয়নি বলে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বেশ কয়েকজন শিক্ষার্থী জানান,ভোটার তালিকা বিষয়ে আমরা জানিনা।লেখাপড়া খারাপ বলে অনেকেই আসে না।৪র্থ ও ৫মশ্রেণির ক্লাস শিক্ষক করিম সরকার ও ফজলুল হক বলেন,আমরা কনা আক্তার ও রানা মিয়া নামে কোন শিক্ষার্থীকে চিনি না।তারা কোন দিন মাদ্রাসায় আসেও নাই।
শিক্ষক মশিউর রহমান বলেন,একক ক্ষতায় চলছে মাদ্রাসা।কারও কোন মতামত নেন না অধ্যক্ষ।কার নাম শিক্ষক প্রতিনিধি হিসেবে চুড়ান্ত করা হয়েছে আমরা জানিনা।অধ্যক্ষ শিক্ষকদের জন্য টিউশন ফি’র টাকা উত্তোলন করলেও আমরা কিছু জানিনা।
এসব অনিয়মের বিরুদ্ধে ৩০মার্চ জেলা রংপুরের পীরগাছা সিনিয়র সহকারি জজ আদালতে একটি অভিযোগ দায়ের করেন সাবেক সভাপতি ও উপজেলা প্যালেন চেয়ারম্যান আরিফুল হক লিটন।এতে বিবাদী করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি),উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ সহ ৬জনকে।পরে চলতি দায়িত্বে থাকা সিনিয়র সহকারি জজ মেহেরা মাহবুব কমিটি গঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।
অধ্যক্ষ মোখলেছুর রহমান স্বাক্ষর জালের বিষয়টি তিনি অস্বীকার বলেন,আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)ওচৌধুরাণী ফাতেহিয়া ফাজিল(ডিগ্রী)মাদ্রসার বর্তমান এডহক কমিটির সভাপতি এ.ডব্লিউ.এম রায়হান শাহ্ বলেন,ওই মাদ্রাসার অধ্যক্ষের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।যদি ভোটার তালিকায় অনিয়ম হয়ে থাকে তাহলে গুরুতর সহকারে দেখবো এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন,সকল সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

এই বিভাগের আরও খবর


প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।

★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।

© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।
Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BD Web Developer Ltd.