প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এক কোটি মানুষকে বিশেষ কার্ড প্রদান করা হবে।মঙ্গলবার(১৫ মার্চ)সরকারি বাসভবন গণভবনে ১৪দলের নেতাদের সঙ্গে সূচনা বক্তব্যে তিনি সরকারের এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন,আমরা এক কোটি মানুষকে টার্গেট করেছি, আমরা তাদের বিশেষ কার্ড দেব যাতে তারা ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারে।ইতোমধ্যে কোভিড-১৯মহামারি চলাকালীন ৩৮লাখ লোক আর্থিক সহায়তা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন,এদের সঙ্গে আরও অনেককে অন্তর্ভুক্ত করা হবে এবং শেষ পর্যন্ত মোট এক কোটি মানুষ এই কার্ড পাবে।ইতোমধ্যেই ৫০লাখ লোককে কার্ড দেয়া হয়েছে,যাতে তারা ১০টাকায় চাল কিনতে পারে।
ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,তেলের মূল্য বৃদ্ধি নিয়ে টাস্ক ফোর্স গঠনের কথা বলেছি।মজুদ তেলের কোথাও‘হোল্ডিং’হচ্ছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।ভোজ্য তেলের ভ্যাট কমিয়ে দেওয়া বা একটু সমন্বয় করে দেওয়ার নির্দেশ দিয়েছি।যাতে রমজান মাসে কোনো সমস্যা না হয়।কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হলে তখন আর খুব বেশি করার কিছু থাকেনা।তখন একটু কমপ্রোমাইজ’করতেই হয়।
প্রধানমন্ত্রী বলেন,যুদ্ধের কারণে(রাশিয়ার ইউক্রেন আক্রমণ) পরিবহন ব্যয় অর্থাৎ কার্গো ভাড়া খুব বেড়ে গেছে।কারণ, সোয়াবিন তেল আমাদের ব্রাজিল থেকে এবং পামওয়েল মালয়েশিয়া থেকে আসে।
ভোজ্য তেলের বিষয়ে দেশ এখন শতকরা ৯০ভাগ আমদানি নির্ভরশীল উল্লেখ করে শেখ হাসিনা বলেন,ইতোমধ্যে আমাদের বিজ্ঞানীরা কয়েকটি বীজ আবিষ্কার করেছেন যার উৎপাদন ভাল হবে বলে তারা দাবি করছেন।আগামী কয়েক বছরে পিঁয়াজ আর বাইরে থেকে আনতে হবেনা,আমরাই রপ্তানি করতে পারবো।এ ব্যাপারেও বিজ্ঞানীরা কাজ করছেন।
তিনি বলেন,প্রত্যেকটা জিনিষ যেন আমরা নিজেরা উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতে পারি সে রকম একটা অবস্থানে আমাদের যেতে হবে।কারো মুখাপেক্ষী হয়ে যেন থাকতে না হয় সে জন্য আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুদ আছে জানিয়ে শেখ হাসিনা বলেন,আলহামদুলিল্লাহ,এখনো ১৮লাখ টন খাদ্য মজুদ আছে আমাদের।সেখানে কোন অসুবিধা নাই।সেই সঙ্গে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে তিনি এ সময় বলেন,কারো এতটুকু জমি যেন অনাবাদী না থাকে,যে যা পারেন সেটাই উৎপাদন করবেন।প্রত্যেকটা এলাকাতেই কিছু না কিছু উৎপাদন হবে।সেটাই আমার লক্ষ্য।তাতে আমাদের যে খাদ্য চাহিদা সেটা যেন পূরণ করতে পারি।