বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি নতজানু,ভঙ্গুর এবং পরনির্ভর একটি রাজনৈতিক দল মন্তব্য করে তিনি বলেন,তারা জনগণের কাছে যায় না,যায় বিদেশিদের কাছে,আর বিদেশি দূতাবাসের কাছে।
বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি নতজানু,ভঙ্গুর এবং পরনির্ভর একটি রাজনৈতিক দল মন্তব্য করে তিনি বলেন,তারা জনগণের কাছে যায় না,যায় বিদেশিদের কাছে,আর বিদেশি দূতাবাসের কাছে।
বিএনপির নেতারা বলেছেন এ ধরনের কার্যক্রম তাদের নৈতিক সমর্থন আছে এবং তারা এতে সংহতিও প্রকাশ করেন।এ থেকেই সবকিছু স্পষ্ট হয়।
উন্নয়ন অংশীদারদের কাছে বিএনপি মহাসচিবের চিঠি লেখা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,তাদের ভাষায় নাকি মানবাধিকার, আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন।অন্তত চিঠি লেখার কথাতো স্বীকার করেছেন।
নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।