এই ঘটনায় সরকারী অর্থ আাত্মসাতের মামলা করেছে।এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার(৮ অক্টোবর)রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের লালমনিরহাট বিভাগের ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ।এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে কাউনিয়া স্টেশন মাস্টার বাব আল রশিদ।জানা যায় রেলওয়ের লালমনিরহাট বিভাগের অধীন কাউনিয়া স্টেশনের বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন কুড়িগ্রাম জেলার চর বজরা গ্রামের মনছুর কাদেরের পুত্র মিশুক আল মামুন। গত ১০আগস্ট হতে ১অক্টোবর পর্যন্ত রেলওয়ের আয়ের ৩৩লাখ ৮৫হাজার পাঁচ শত টাকা একমাস বিশ দিন পর্যন্ত জমা না দিয়ে আত্মসাত করেন।বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক ডেকে টাকা ফেরতের জন্য তাগিদ দেয়।মামুন টাকা ফেরতের সময় নিয়ে মুচলেকা দেন।নির্ধারিত সময়সীমার পর টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে লালমনিরহাট রেলওয়ে থানায় গত সোমবার অভিযোগ দায়ের করেন জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর সহির উদ্দিন।ঐদিনই তাকে পুলিশে সোপর্দ করে রেল কর্মকর্তারা।পরদিন মঙ্গলবার পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।সুশাসনের জন্য নাগরিক সুজন-এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডঃশফিকুল ইসলাম বলেন,রাষ্ট্রীয় অর্থ আত্মসাত একটি গুরুতর অপরাধ। যাদের তদারকির অভাবে এমন ঘটনা ঘটেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। রেলওয়ের অনিয়ম-দুর্নীতির লাগাম টেনে ধরতে এসব দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি জরুরী বলে মনে করেন তিনি।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।