রংপুর জেলাধীন পীরগাছা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী {মজনু মিয়ার} মোটরসাইকেল শোডাউন={জেগেছে তৃণমূল}=
অনলাইন ডেস্ক মোঃ রফিকুল ইসলাম লাভলু,বার্তা সম্পাদক দৈনিক তোকদার নিউজ.কম।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে চেয়ারম্যান প্রার্থীদের ডামাডোল ততই বাড়ছে।নৌকার মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রাথীরা।গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ ঘুরে তারা এখন তৃণমূলের আশার প্রদীপ ছড়াচ্ছেন।তেমনি পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোটর সাইকেল শোডাউন করেছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক মজনু মিয়া।তিনি আজ শুক্রবার দিনভর পারুল ইউনিয়নের গ্রামে গ্রামে,পাড়া,মহল্লায় এবং দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন। প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে এসময় তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন এর নিকট গিয়ে দোয়া কামনা করেন।শোডাউন কালে রাস্তার দুই ধারে থাকা মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানান। শোডাউনে তিন শতাধিক মানুষ অংশ নেন।আব্দুল্লাহ আল মামুন নামে এক ছাত্রলীগ কর্মী বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পারুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মজনু ভাইয়ের বিকল্প নাই।জেগে উঠেছে তৃণমূলের জনগন।মজনু ভাই সৎ,যোগ্য ও ভালো মানুষ হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।চেয়ারম্যান প্রার্থী মজনু মিয়া বলেন,আমি ছোট থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।আওয়ামী লীগ আমার প্রাণ।আমি সব সময় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের পাশে ছিলাম,এখনো আছি।অবহেলিত পারুল ইউনিয়নবাসী জেগে উঠেছে।তারা আমাকে চায়।তাই আমি তাদের সুখে দুখে পাশে থাকতে চাই।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।