আজ মেডিকোর গ্র্যান্ড সেলিব্রেশন-(২০২০) উদযাপন হয় ঢাকার ম্যারিয়ট কনভেনশন হলে।আজ মেডিকেল এবং ভার্সিটি সম্মিলনী ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম “মেডিকো” কর্তৃক আয়োজিত গ্রান্ড সেলিব্রেশন (২০২০) উদযাপন করা হয় ঢাকার ম্যারিয়ট কনভেনশন সেন্টারে। এসময় ২০২০- সালে চান্স প্রাপ্ত ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য সরকারি মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত প্রায় ১১00+ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের গার্ডিয়ানসহ এই গ্র্যান্ড সেলিব্রেশন উদযাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেডিকোর পরিচালক ডা: যুবায়েদুর রহমান জনি সহ ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস কৃত প্রায় অর্ধশতাধিক ডক্টর। যারা কিনা মেডিকোর শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি দুপুর ১-টাথেকে শুরু করে এবং পর্যায়ক্রমে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ক্রেস্ট বিতরন করেন।এসময় প্রতিষ্ঠানের পরিচালক সহ মেডিকো অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা সহ মোটিভেশনাল স্পিচ দিয়ে ছিলেন।অনুষ্ঠানটি দুপুর ১- টা থেকে সন্ধ্যা ৬- টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি থেকে ২০২০-সালে ঢাকা মেডিকেলসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে প্রায় ২১৫০+ জনের উপরে চান্স পায়।তাদের মধ্যে জাতীয় মেধা তালিকায় রয়েছেন অনেকেই।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।