কুমিল্লা-৭ আসনে উপনির্বাচন ৭ অক্টোবর।
করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি)ও ৯ পৌরসভায় ভোট আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।একই সঙ্গে কুমিল্লা-৭ শূন্য আসনে আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণ হবে।গতকাল বৃহস্পতিবার বিকালে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।সভা শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন:প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল।এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থীরা মারা গেছেন।এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছেঅনুরোধএসেছে।এ জন্য আপাতত ১৬১টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।তিনি জানান,একই দিন স্থগিত থাকা ৯টি পৌরসভায়ও ভোটগ্রহণ হবে।
সিলেটের এক উপজেলা ও ২১ ইউপিতে নির্বাচন আজ
২০ সেপ্টেম্বর যেসব ইউপিতে ভোট:২০সেপ্টেম্বরযেসবইউপিতেভোটহবেসেগুলোহচ্ছেখুলনারকয়রার,আমাদি,বাগালী,মহেশ্বরীপুর,মহারাজপুর,কয়রা,উত্তরবেকাশীওদক্ষিণবেদকাশী।দাকোপেরপানখালী,দাকোপ,লাউডোব,কৈলাশগঞ্জ,সুতারখালী,কামারখোলা,তিলডাঙ্গা,বাজুয়াওবানিশান্তা।বটিয়াঘাটার গংগারামপুর,বালিয়াডাঙ্গা ও আমিরপুর।দীঘলিয়ারগাজীরহাট,বারাকপুর,দীঘলিয়া,সেনহাটা,আড়ংঘাটা,যোগীপুল।পাইকগাছারসোলাদানা,রাড়ুলী,গড়ইখালী,চাঁদখালী,দেলুটি,লতাও কপিলমুনি।বাগেরহাটজেলারফকিরহাটেরবেতাগা,লখপুর,পিলজংগ,ফকিরহাট,বাহির দিয়ামানসা,নলধা মৌভোগও শুভদিয়া।মোল্লাহাটেরউদয়পুর,চুনখোলা,কোদালিয়া,আটজুড়ি,গাওলাও কুলিয়া।চিতলমারীরবড়বাড়িয়া,হিজলা,শিবপুর,চিতলমারী, চরবানিয়ারী,কলাতলাও সন্তোষপুর।কচুয়ারগজালিয়া,ধোপাখালী,মঘিয়া,গোপালপুর,রাঢ়ীপাড়াও বাধাল।রামপালের,গৌরম্ভা,বাইনতলা,হুড়কা,মল্লিকেরবেড়,বাঁশতলী,উজলপুর,রামপাল,পেড়িখালীওভোজপাতিয়া।মোংলারচাঁদপাই,বুড়িরডাঙ্গা,চিলা,মিঠাখালী,সোনাইলতলাও সুন্দরবন।মোরেলগঞ্জেরপঞ্চকরণ,দৈবজ্ঞহাটী,চিংড়াখালী,হোগলাপাশা,বনগ্রাম,বলইবুনিয়া,হোগলাবুনিয়া,বহরবুনিয়া,নিশানবাড়িয়া,মোরেলগঞ্জ,তেলিগাতী,পুঁটিখালী,রামচন্দ্রপুর,জিউধরা,বারইখালী।শরণখোলারধানসাগর,খোন্তাকাটা,রায়েন্দা,সাউথখালী।বাগেরহাটসদরের,বারুইপাড়া,বেমরতা,বিষ্ণুপুর,ডেমা,কাড়াপাড়া,খানপুরও রাখালগাছি।সাতক্ষীরার,কলারোয়ার,কয়লা,হেলাতলা,যুগীখালী,জয়নগর,জালালাবাদ,লাঙ্গলঝাড়া,কেঁড়গাছি,সোনাবাড়িয়া,চন্দনপুরও দেয়াড়া।তালার ধানদিয়া,তেঁতুলিয়া,তালা,ইসলামকাটি,মাগুরা,খেসরা,জালালপুর,খলিলনগর,নগরঘাটা,সরুলিয়া ও খলিষখালী।নোয়াখালীসুবর্ণচরেরচরবাটা,চরক্লার্ক,চরওয়াপদা,চরআমানউল্যাহপূর্বচরবাটাওমোহাম্মদপুর।হাতিয়ার মুছাপুর,চরহাজারী।হাতিয়ারচর,ঈশ্বর,চরকিং,তমরদ্দি,সোনাদিয়া,বুড়িরচর,জাহাজমারাওনিঝুমদ্বীপ।চট্টগ্রামের,সন্দ্বীপেরবাউরিয়া,গাছুয়া,সন্তোষপুর,আমানউল্লা,হরিশপুর,রহমতপুর,আজিমপুর,মুছাপুর,মাইটভাঙ্গা,সারিকাইত,মগধরাও হারামিয়া।কক্সবাজারের মহেশখালীর হোয়ানক,মাতারবাড়ীও কুতুবজোম।কুতুবদিয়ারআলীআকবর ডেইল,বড়ঘোপ,দক্ষিণধুরং,কৈয়ারবিল,লেমশীখালীও উত্তরধুরুং।পেকুয়ার টেটং।টেকনাফেরহ্নীলা,সাবরাং,টেকনাফও হোয়াইক্যং।
যে৯টিপৌরসভায়ভোটহবে:এদিকে২০সেপ্টেম্বরযে৯টিপৌরসভানির্বাচনহবেসেগুলোহলো:কুমিল্লার,নাঙ্গলকোট,ফরিদপুরেরভাঙ্গা,কক্সবাজারেরচকরিয়াও,মহেশখালী,ফেনীরসোনাগাজী,নোয়াখালীর,কবিরহাট,পঞ্চগড়েরদেবীগঞ্জেযশোরেরনওয়াপাড়াএবংচট্টগ্রামেরবোয়ালখালী।
কুমিল্লা-৭ শূন্য আসনে আগামী ৭ অক্টোবর:কুমিল্লা-৭ শূন্য আসনে আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণহবে।এই আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে সচিব জানান,কুমিল্লা ৭ আসনে মনোনয়নপত্রদাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর,মনোনয়নবাছাই১৪সেপ্টেম্বর,প্রত্যাহার১৯সেপ্টেম্বর,প্রতীকবরাদ্দ২০সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ভোট ৭ অক্টোবর।এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ,জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগেরমহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর,যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান,যুগ্ম-সচিবও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
বাকি ইউপি নিয়ে সেপ্টেম্বরের শেষে সিদ্ধান্ত: প্রায় ৪ হাজার ইউনিয়ন পরিষেদের বাকি সাধারণ নির্বাচন কয় ধাপে এবং কবে নাগাদ ধাপে ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবেবলেজানান ইসি সচিব।তিনি বলেন,এ বছরের মধ্যে বাকি নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।এমাসেরশেষে আরেকটি কমিশন বৈঠক হবে।সেখানে ইউপি ভোটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সচিব আরও জানান,একই তপশিলে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদেউপনির্বাচনওহবে।এই উপনির্বাচনে উপজেলা পরিষদের ৯টিচেয়ারম্যান,৬টিভাইসচেয়ারম্যানপৌরসভায়মেয়রপদেএকটি,কাউন্সিলর পদে পাঁচটি এবং বিভিন্ন সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলর পদের জন্য ভোটগ্রহণ হবে ৭ অক্টোবর।
বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।